সোনভদ্রায় পাথর খনি ধস, উত্তরপ্রদেশে বড় দুর্ঘটনা, আটকা প্রায় ১৫ জন- দেখুন ভয়ঙ্কর ভিডিও

একটি মৃতদেহ উদ্ধার, দ্রুতগতিতে চলছে উদ্ধারকাজ; ঘটনাস্থলে এনডিআরএফ ও এসডিআরএফ।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Screenshot 2025-11-16 7.35.11 AM

নিজস্ব সংবাদদাতা: সোনভদ্রায় একটি পাথর খনি ধসে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। গতকাল ঘটে যাওয়া এই দুর্ঘটনায় প্রায় ১৫ জন শ্রমিক আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই একজনের মৃতদেহ উদ্ধার করেছে উদ্ধারকারী দল।

NDRF ও SDRF-এর বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করছে। ভারী যন্ত্রপাতি ব্যবহার করে ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে। প্রশাসন জানায়, যত দ্রুত সম্ভব আটকে থাকা শ্রমিকদের উদ্ধারই এখন প্রধান লক্ষ্য।