ফের এনকাউন্টার উত্তর প্রদেশে ! এসটিএফ-এর গুলিতে আহত ঝাড়খণ্ডের কুখ্যাত মাফিয়া আশীষ রঞ্জন

বড় সাফল্য পেল STF।

author-image
Debjit Biswas
New Update
mp STF

নিজস্ব সংবাদদাতা : আজ এক বিশেষ অভিযানে ঝাড়খণ্ডের কুখ্যাত মাফিয়া আশীষ রঞ্জন ওরফে ছোটু সিং-কে ধরার চেষ্টা করে উত্তর প্রদেশ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF)। এই এনকাউন্টারে পুলিশের উপর AK-47 এবং পিস্তল দিয়ে গুলি চালায় ছোটু সিং। এরপর পুলিশের পাল্টা জবাবে গুরুতর আহত হয়ে যায় সে এই সুযোগে তার অপর এক সঙ্গী পালিয়ে যায়। পুলিশ জানায়, এই এনকাউন্টারের পর ঘটনাস্থল থেকে একটি AK-47 রাইফেল, একটি ৯ মিমি পিস্তল, প্রচুর পরিমাণে তাজা এবং ব্যবহৃত কার্তুজ, এবং একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে। এই ঘটনার পর প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

police