নিজস্ব সংবাদদাতা: গান্ধীনগরে রাজ্য সাইবার ক্রাইম সেলের এসপি ধর্মেন্দ্র শর্মা দিলেন বড় বার্তা। তিনি বলেছেন, "সিআইডি ক্রাইমের রাজ্য সাইবার সেলে একটি এফআইআর দায়ের করা হয়েছিল রাজেশ সোনির নামক এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ, সেনাবাহিনী সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছিলেন। তাকে গ্রেফতার করা হয়"।
/anm-bengali/media/media_files/I5M9qA6uABj5eOr3lbqE.png)
BIG NEWS: সেনাবাহিনী সম্পর্কে আপত্তিকর মন্তব্য! নেওয়া হল বড় পদক্ষেপ
কে দিলেন এই তথ্য?
নিজস্ব সংবাদদাতা: গান্ধীনগরে রাজ্য সাইবার ক্রাইম সেলের এসপি ধর্মেন্দ্র শর্মা দিলেন বড় বার্তা। তিনি বলেছেন, "সিআইডি ক্রাইমের রাজ্য সাইবার সেলে একটি এফআইআর দায়ের করা হয়েছিল রাজেশ সোনির নামক এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ, সেনাবাহিনী সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছিলেন। তাকে গ্রেফতার করা হয়"।