New Update
/anm-bengali/media/media_files/zXL8QUZwaRXYIbiLOjtS.jpg)
নিজস্ব সংবাদদাতা: মধ্যপ্রদেশের মুখ্য়মন্ত্রীর রোড শো ঘিরে লোকে লোকারণ্য। রয়েছে পুলিশ পাহারা। সোমবার মানাসাতে সেই রোড শোতে ছিলেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। সেখানেই একটি স্টেজ একেবারে হুড়মুড় করে ভেঙে পড়ল। বহু মানুষ উপস্থিত ছিলেন সেখানে। অনেকেই পড়ে গিয়ে জখম হন। তিনজন গুরুতর আঘাত পেয়েছেন। জানা গেছে যে পঞ্চায়েত সচিবদের সংগঠনের উদ্যোগে এই মঞ্চ তৈরি হয়।দাবি উঠছে যে ভিড়ের চাপেই মঞ্চটি ভেঙে পড়ে বলে খবর। প্রথম দিকে সব ঠিকই ছিল। যেমনি শিবরাজ সিংয়ের কনভয় এসে দাঁড়ায় ওই মঞ্চের সামনে তখনই ভেঙে যায় স্টেজ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us