হিমাচলে শ্রীশ্রী রবিশঙ্কর! মুখ্যমন্ত্রীর চোখে অতিথি নয়, আশীর্বাদ

হিমাচল প্রদেশে গুরুদেব শ্রীশ্রী রবিশঙ্করকে স্বাগত জানালেন সিএম সুখবিন্দর সিং সুক্কু। ধ্যান, জ্ঞান ও যোগচর্চার জন্য শ্রীশ্রীর নতুন ‘কৈলাশ আশ্রম’ উদ্বোধনে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী। সমাজ ও তরুণ প্রজন্মকে তাঁর অনুপ্রেরণার কথা বললেন সুক্কু।

author-image
Tamalika Chakraborty
New Update
himachal CM

নিজস্ব সংবাদদাতা:   দেবভূমি হিমাচল প্রদেশে পৌঁছতেই আন্তরিক ভাষায় স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুক্কু। আন্তর্জাতিক মানবকল্যাণমূলক কাজের জন্য পরিচিত গুরুদেব শ্রীশ্রী রবিশঙ্কর হিমাচলে তৈরি করেছেন এক অভিনব আধ্যাত্মিক কেন্দ্র—কৈলাশ আশ্রম। এই আশ্রমকে মুখ্যমন্ত্রী বর্ণনা করেছেন ধ্যান, জ্ঞান আর যোগচর্চার এক অসাধারণ স্থান হিসেবে।

শ্রীশ্রীর উপস্থিতিতে উচ্ছ্বাস স্পষ্ট মুখ্যমন্ত্রীর কথায়। তিনি বলেন, গুরুদেবকে আলাদা করে পরিচয় করানোর প্রয়োজন নেই। সমাজকে অনুপ্রেরণা দেওয়ার ক্ষেত্রে তাঁর ভূমিকা বিশাল। শুধু সমাজ নয়, দেশের তরুণ প্রজন্মও তাঁর ভাবনা ও দর্শনে নতুন দিশা খুঁজে পেয়েছে।

মুখ্যমন্ত্রী আরও জানান যে, হিমাচলের মতো শান্ত, প্রাকৃতিক সৌন্দর্যে ভরা রাজ্যে এমন একটি আধ্যাত্মিক আশ্রম তৈরি হওয়া নিঃসন্দেহে রাজ্যের জন্য বড় অর্জন। এই আশ্রম ভবিষ্যতে ধ্যান, যোগ, আধ্যাত্মিক শিক্ষা এবং মানসিক প্রশান্তি খুঁজতে আসা মানুষের অন্যতম কেন্দ্র হয়ে উঠবে বলে আশা ব্যক্ত করেছেন তিনি।

ravi shankar

গুরুদেব শ্রীশ্রী রবিশঙ্করের আগমনে হিমাচলের পরিবেশ যেন আরও আলোকিত হয়ে উঠেছে—এমনই অনুভূতি প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, রাজ্য সরকার এবং সাধারণ মানুষ, দু’জনেই কৃতজ্ঞ গুরুদেবের উদ্যোগের জন্য।

রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে শ্রীশ্রীর কৈলাশ আশ্রম। হিমাচলে তাঁর আগমন ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে উৎসবের আবহ।