/anm-bengali/media/media_files/2025/05/10/gyS6HNPPcMuRJhPscRGa.jpg)
নিজস্ব সংবাদদাতা: দিত্ওয়ারের দাপটে বিপর্যস্ত শ্রীলঙ্কায় উদ্ধারকাজে বড় ভূমিকা নিল ভারতীয় বিমান বাহিনী। এই অভিযানে আটকে পড়া বহু মানুষের সঙ্গে উদ্ধার করা হয়েছে এক পাকিস্তানি নাগরিককেও। ‘অপারেশন সাগর বন্ধু’-এর আওতায় ভারতীয় বায়ুসেনার এমআই-১৭ হেলিকপ্টার দিয়ে জার্মানি, দক্ষিণ আফ্রিকা, স্লোভেনিয়া ও ব্রিটেনের নাগরিকদের নিরাপদে সরিয়ে আনা হয়। অভিযানের দ্বিতীয় ধাপে পোল্যান্ড, বেলারুশ, ইরান, অস্ট্রেলিয়া ও বাংলাদেশের নাগরিকদের সঙ্গে উদ্ধার হন এক পাকিস্তানি নাগরিকও। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে চারজন শিশুও ছিল। বায়ুসেনা সূত্রে জানা গিয়েছে, দুর্গম এলাকায় আটকে পড়া যাত্রীদের উদ্ধারে বিশেষ কৌশল নেওয়া হয়। এক গারুড় কমান্ডোকে দড়িতে নামিয়ে যাত্রীদের নিরাপদ পথে নিয়ে যাওয়া হয় কোটামালের একটি হেলিপ্যাডে। সেখান থেকে মোট ২৪ জন যাত্রীকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কলম্বোতে। তাঁদের মধ্যে ভারতীয়, বিদেশি ও শ্রীলঙ্কার নাগরিক ছিলেন। গুরুতর আহত তিনজনকে দ্রুত চিকিৎসার জন্য বিমানযোগে কলম্বোতে পাঠানো হয়েছে। এর আগেও ভূমিধসে ক্ষতিগ্রস্ত কোটমালে এলাকায় শ্রীলঙ্কার সেনাবাহিনীর ৪০ জনকে আকাশপথে পাঠানো হয় উদ্ধারকাজে সহায়তার জন্য। পাশাপাশি প্রবল খারাপ আবহাওয়ার কারণে কলম্বো বিমানবন্দরে আটকে পড়া অন্তত ৪০০ জন ভারতীয় নাগরিককেও নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2024/10/24/HYAu5Ojpvv4gsmsJN413.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us