রাম মন্দিরে কাটান একদিন, অনুরোধ উত্তরপ্রদেশ সরকারের

একটি বড় অনুষ্ঠান হতে চলেছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
ram temple vior.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: প্রধানমন্ত্রী মোদীর আসন্ন অযোধ্যা সফর সম্পর্কে এবার প্রতিক্রিয়া দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর উপদেষ্টা অবনীশ কুমার অবস্থি। এদিন অবস্থি বলেন, “প্রধানমন্ত্রী 'দ্বাজ' উদ্বোধনের জন্য রাম মন্দিরে যাচ্ছেন। এটি একটি বড় অনুষ্ঠান হতে চলেছে। দেশের প্রত্যেকেরই অযোধ্যা ভ্রমণ করা উচিত এবং মন্দির প্রাঙ্গণে অন্তত একদিন কাটানো উচিত”।