কর্ণাটকে মুখ্যমন্ত্রীপদ নিয়ে জল্পনা—“সবকিছু ঠিক আছে”, বললেন মন্ত্রী ঈশ্বর খাণ্ডরে

কেবিনেট রদবদল হলে সিদ্ধান্ত নেবে মুখ্যমন্ত্রী ও হাইকম্যান্ড, মন্তব্যে সতর্ক থাকার নির্দেশ কংগ্রেসের।

author-image
Aniket
New Update
Screenshot 2025-11-22 3.22.43 PM

নিজস্ব প্রতিনিধি: কর্ণাটক রাজ্যে মুখ্যমন্ত্রীপদ নিয়ে চলমান জল্পনা-কল্পনার মাঝেই গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী ঈশ্বর খাণ্ডরে। তিনি জানিয়েছেন, দলের উচ্চপদস্থ নেতৃত্ব ইতিমধ্যেই রাজ্যের সব কংগ্রেস কর্মী ও নেতাকে নির্দেশ দিয়েছে যেন এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য না করা হয়।
মন্ত্রী খাণ্ডরে বলেন, “হাইকম্যান্ড পরিষ্কার নির্দেশ দিয়েছে—এই বিষয়গুলো নিয়ে কেউ কোনো বিবৃতি দেবেন না। সবকিছু ঠিক আছে। যদি কোনো সময় কেবিনেট রদবদলের প্রয়োজন হয়, তবে সেই সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী এবং হাইকম্যান্ড মিলেই নেবেন।”
রাজনৈতিক মহলে এই বক্তব্যকে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা হিসেবে দেখা হচ্ছে, যদিও রাজ্যের ক্ষমতাসীন দলের অভ্যন্তরীণ সমীকরণ নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে।