/anm-bengali/media/media_files/Wpp2ZowecrYlLllDBa1t.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: আগামী ২২ জানুয়ারি কি অযোধ্যায় থাকছেন? তাহলে রামলালার প্রসাদ থেকে কিন্তু একদমই বাদ যাবেন না। শ্রীরাম বহু যুগ পর ফিরেছেন নিজের রাজ্যে। স্বাভাবিক ভাবেই এতো বড় আনন্দের কথা যে মিষ্টিমুখেই সম্পন্ন হবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। তাই তো তৈরি হচ্ছে হরেক রকমের মিষ্টি। লাড্ডু, প্যাড়া, সন্দেশ আরও কত কিছুই না রয়েছে সেই মিষ্টিমুখে।
প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে আমন্ত্রিতদের জন্য অযোধ্যার সরস্বতী বিদ্যা মন্দিরে তৈরি হচ্ছে ক্ষীরের বিশেষ সন্দেশ। বারাণসী থেকে 'সুরভী সন্ধান সংস্থা' সেই সন্দেশ তৈরি করছে। ২২ তারিখের জন্যে প্রায় ১০ হাজার প্রসাদের প্যাকেট প্রস্তুত হচ্ছে এখন জোরকদমে। ৫০-এর বেশি কারিগররা তৈরি করছেন সেই মিষ্টি।
#WATCH | Uttar Pradesh: 10,000 packets of prasad prepared by 'Surbhi Sodh Sansthan' from Varanasi at Saraswati Vidya Mandir in Ayodhya, for the invitees attending the Pran Pratishta Ceremony on 22 January. pic.twitter.com/Stuw6GUXLT
— ANI (@ANI) January 20, 2024
/anm-bengali/media/media_files/uRcXrflLsLMD0Nx5UI5z.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us