বিরাট খবর: ২৪-এর আগেই বিদায় জানালেন মোদী

পুরনো সংসদ ভবনে দাঁড়িয়ে বড় মন্তব্য করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি কী বলেছেন জানেন? শুনলে চমকে উঠবেন আপনিও।

author-image
SWETA MITRA
18 Sep 2023
24 modi.jpg

নিজস্ব সংবাদদাতাঃ আজ সোমবার পুরনো সংসদ ভবনে দাঁড়িয়ে বড় মন্তব্য করতে শোনা গেল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)-কে। তিনি আজ বলেন, 'আমরা সবাই এই ঐতিহাসিক ভবনকে বিদায় জানাচ্ছি। স্বাধীনতার আগে, এই হাউসটি ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিলের স্থান ছিল। স্বাধীনতার পর এটি সংসদ ভবনের পরিচিতি লাভ করে। এই ভবনের নির্মাণের সিদ্ধান্ত বিদেশী শাসকের ছিল। কিন্ত এর নির্মাণের পেছনে ভারতীয় শ্রমিকদের শ্রম, অর্থ ছিল। দেশের সংসদীয় যাত্রা স্মরণ করতেই এই বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। পুরনো সংসদ ভবন সকলকে অনুপ্রেরণা দেবে।' এদিন প্রধানমন্ত্রী চন্দ্রযান ৩-এর সাফল্য প্রসঙ্গে বলেন, জি ২০, চন্দ্রযান ৩-এর সাফল্য কোনও নির্দিষ্ট ব্যক্তির না, গোটা দেশের।'