/anm-bengali/media/media_files/p3kBqFnxinCPIQwKAFi2.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: আজ থেকে প্রায় ১২৬৫ দিন আগে প্রধানমন্ত্রী মোদি অযোধ্যার রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। তারপর থেকে একটু একটু করে তৈরি হয়েছে মন্দির প্রাঙ্গণ। আর এবার চলে এসেছে সেই বিশেষ ক্ষণ। যখন রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হবে।
প্রত্যেকে এই সময় নিজের মত করে রামলালাকে নিজেদের ভক্তি অর্পণ করছেন। এমনই একটি গ্রুপ এসেছে তেলেঙ্গানা থেকে। যেখানে তারা রামলালার জন্যে তৈরি করেছেন ১২৬৫ কেজির লাড্ডু।
তেলেঙ্গানা থেকে এক ভক্তের কথা অনুযায়ী, “প্রধানমন্ত্রী মোদি অযোধ্যার রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের ১২৬৫ দিন হয়ে গেছে। তাই, আমরা ২২ জানুয়ারী রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের জন্য ১২৬৫ কেজি ওজনের একটি বিশাল লাড্ডু তৈরি করেছি”। যা পুজোর দিন মন্দির কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হবে বলে জানা যাচ্ছে।
VIDEO | “It’s been 1265 days since the foundation stone of Ayodhya's Ram Temple was laid by PM Modi. So, we decided to make a giant laddu of 1256 kgs for the #PranPratishta ceremony on January 22,” said a devotee from Telangana who arrived in Karsewakpuram earlier today. pic.twitter.com/2a3gK8N33F
— Press Trust of India (@PTI_News) January 20, 2024
/anm-bengali/media/media_files/uRcXrflLsLMD0Nx5UI5z.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us