রামমন্দির উদ্বোধন উপলক্ষে অযোধ্যায় বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

৬০টি ওয়ার্ডে ফুল ও আলোকসজ্জায় সাজছে শহর, জানালেন মেয়র গিরীশপতি ত্রিপাঠী।

author-image
Aniket
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা: শ্রী রাম মন্দিরের নির্মাণ শেষ পর্যায়ে পৌঁছানোয় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনের পূর্বে অযোধ্যা শহরজুড়ে চলছে ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যায়ন অভিযান। অযোধ্যার মেয়র মহন্ত গিরীশপতি ত্রিপাঠী জানান, শহরের সব ৬০টি ওয়ার্ডে জনপ্রতিনিধি ও বিধায়কদের নেতৃত্বে বিশেষ ক্লিনিং ড্রাইভ পরিচালিত হচ্ছে।

তিনি বলেন, “শহরের প্রত্যেকটি মোড় ফুল ও আলো দিয়ে সাজানো হচ্ছে। এটি বিশেষ অনুষ্ঠান, তাই অযোধ্যাকে আমরা তার মর্যাদার মতোই সাজাচ্ছি।”

পর্যটক, ভক্ত ও আগত বিশিষ্ট অতিথিদের কথা মাথায় রেখে পৌরসভা ইতিমধ্যেই রাস্তা, ঘাট, গলিপথ ও জনবহুল এলাকাগুলোর সৌন্দর্যায়নের কাজ জোরদার করেছে। অনুষ্ঠানের আগে অযোধ্যা যেন পরিচ্ছন্ন ও উৎসবমুখর পরিবেশে থাকে, তার লক্ষ্যে চলছে দিনরাত প্রস্তুতি।