নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি মুর্শিদাবাদ হিংসার ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তীব্র কটাক্ষ করেছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আর এবার মমতা ব্যানার্জির পশে দাঁড়িয়ে যোগী আদিত্যনাথকে একহাত নিলেন উত্তর প্রদেশের হেভিওয়েট নেতা অখিলেশ যাদব। তিনি বলেন, “উনি (অর্থাৎ যোগী আদিত্যনাথ) যখনই কিছু বলেন, সবসময় চোখ বন্ধ করেই বলেন। আর এই কারণেই আজকে রাজ্যটা একেবারে শূন্য হয়ে গেছে। খুব শীঘ্রই উনিও শূন্য হয়ে যাবেন।”
/anm-bengali/media/media_files/F2nK77MxLNM5YTmnGTZS.jpg)
অখিলেশের এই মন্তব্যকে কেন্দ্র করে, উত্তর প্রদেশের রাজনৈতিক মহলে নতুন করে তরজা শুরু হয়েছে।