আজ রাজ্য শুন্য হয়েছে, কাল উনিও শুন্য হয়ে যাবেন ! মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ করলেন হেভিওয়েট নেতা

কেন হঠাৎ মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন এই হেভিওয়েট নেতা ?

author-image
Debjit Biswas
New Update
Mamata-Banerjee-Akhilesh-Yadav-Uttar-Pradesh-UP

নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি মুর্শিদাবাদ হিংসার ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তীব্র কটাক্ষ করেছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আর এবার মমতা ব্যানার্জির পশে দাঁড়িয়ে যোগী আদিত্যনাথকে একহাত নিলেন উত্তর প্রদেশের হেভিওয়েট নেতা অখিলেশ যাদব। তিনি বলেন, “উনি (অর্থাৎ যোগী আদিত্যনাথ) যখনই কিছু বলেন, সবসময় চোখ বন্ধ করেই বলেন। আর এই কারণেই আজকে রাজ্যটা একেবারে শূন্য হয়ে গেছে। খুব শীঘ্রই উনিও শূন্য হয়ে যাবেন।”

yogi tkl1.jpg

অখিলেশের এই মন্তব্যকে কেন্দ্র করে, উত্তর প্রদেশের রাজনৈতিক মহলে নতুন করে তরজা শুরু হয়েছে।