Sourav Ganguly : মমতার সঙ্গে দূরত্ব বাড়ছে সৌরভের?

মঙ্গলবার সন্ধ্যায় বাংলায় এসেছিল চাঞ্চল্যকর খবর। ত্রিপুরার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হচ্ছেন সৌরভ গাঙ্গুলি। ত্রিপুরা বিজেপি শাসিত রাজ্য। আর বাংলা তৃণমূল শাসিত। গত বিধানসভা নির্বাচনে সৌরভকে নিয়ে চলেছিল তুমুল জল্পনা।

author-image
Pritam Santra
24 May 2023 | আপডেট করা হয়েছে 25 May 2023
Sourav Ganguly : মমতার সঙ্গে দূরত্ব বাড়ছে সৌরভের?

নিজস্ব সংবাদদাতাঃ মঙ্গলবার সন্ধ্যায় বাংলায় এসেছিল চাঞ্চল্যকর খবর। ত্রিপুরার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হচ্ছেন সৌরভ গাঙ্গুলি। ত্রিপুরা বিজেপি শাসিত রাজ্য। আর বাংলা তৃণমূল শাসিত। গত বিধানসভা নির্বাচনে সৌরভকে নিয়ে চলেছিল তুমুল জল্পনা। ভুমিপুত্রের সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে বিজেপি সৌরভ গাঙ্গুলিকে মাঠে নামাতে পারে বলে রাজনৈতিক মহলের একাংশ মনে করেছিলেন। শেষ পর্যন্ত সেটা হয়নি। সৌরভ কোনো রাজনৈতিক দলে যোগদান করেননি। এদিনে নিজের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর সঙ্গেও সদ্ভাব বজায় রেখে চলেন সৌরভ। ফলত ভোটার হিসাবে মহারাজ কোন দিকে রয়েছেন সেটা বুঝতে বুঝতেই চলে গিয়েছিল অনেকটা সময়। কিন্তু সৌরভকে বোঝা কি অত সহজ? ভারতের জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন সভাপতি তিনি। বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখার পরেও কেন ত্রিপুরা সরকারের ডাকে সাড়া দিলেন সৌরভ? উঠছে এই প্রশ্ন। আগামী বছর লোকসভা নির্বাচন। তার আগে ঘুঁটি সাজাতে শুরু করেছে প্রায় সব রাজনৈতিক দল। একাধিক রাজ্যে হয়েছে বিধানসভা ভোট। কর্ণাটকে জোরদার প্রচার করেও সম্প্রতি হেরেছে ভারতীয় জনতা পার্টি। সেখান থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে ভুল শুধরে নিতে চাইবে দল। দেশ জুড়ে যখন ভোটের আবহ, তখন সৌরভের ত্রিপুরা যোগ সাধারণ ঘটনা নয় বলেই অনেকের অনুমান। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, "উনি ভালো অলরাউন্ডার। কোথাও ব্যাট করেন। কোথাও বল।"