নিজস্ব সংবাদদাতা : আজ যমুনা নদী পরিষ্কার ও যমুনা নদীর দূষণ রোধ সম্পর্কে নিজের বক্তব্য রাখতে গিয়ে, বড় দাবি করে বসলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। তিনি বলেন, '' আমরা যমুনা নদী পরিষ্কারের ক্ষেত্রে এক মুহূর্ত সময়ও নষ্ট করছি না। যমুনা নদী পরিষ্কারের কাজ অব্যাহত থাকবে, প্রয়োজনে এই কাজে আরও লোক নিয়োগ করা হবে।
/anm-bengali/media/media_files/2025/03/09/1aH18G0uyOF2j7jDSXjl.JPG)
এছাড়াও তিনি বলেন, '' শীঘ্রই দিল্লিবাসী যমুনার তীরে বসে গঙ্গা আরতির মতোই জাঁকজমকপূর্ণ যমুনা আরতি দেখতে পাবেন।''