স্থাবর-অস্থাবর সম্পত্তি আছে তাও হলফনামায় জানিয়েছেন তিনি

ইটালিতেও সম্পত্তি রয়েছে কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধীর। ইউরোপে থাকা সনিয়ার পৈত্রিক সম্পত্তির মূল্যও জানা গিয়েছে। রাজ্যসভার প্রার্থী হিসাবে মনোনয়ন জমা করেছেন প্রাক্তন কংগ্রেস প্রেসিডেন্ট। সেখানেই তিনি এই সম্পত্তির কথা জানিয়েছেন। ইটালির সম্পত্তির বিষয়ে জানানোর পাশাপাশি ভারতে তাঁর কত স্থাবর-অস্থাবর সম্পত্তি আছে তাও হলফনামায় জানিয়েছেন তিনি।

সম্পত্তি মূল্য প্রায় ২৭ লক্ষ টাকা

ইটালির লুইজিয়ানাতে পৈত্রিক বাড়ি রয়েছে সনিয়া গান্ধীর। এ দেশের আসার আগে সেটাই ছিল তাঁর ঠিকানা। সেই বাড়ির যে ভাগ রয়েছে সনিয়ার নামে তাঁর সম্পত্তি মূল্য প্রায় ২৭ লক্ষ টাকা বলে হলফনামায় জানিয়েছেন তিনি।