New Update
/anm-bengali/media/media_files/2025/04/23/1000192484-801775.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতা: জম্মু ও কাশ্মীরে কুপওয়ারা জেলার কান্দিখাস এলাকায় এক সাধারণ নাগরিকের মৃত্যু। মৃত ব্যাক্তির নাম জিএইচ রসুল মাগরে (৪৫)। অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তির গুলিতে নিহত হয়েছেন।
/anm-bengali/media/media_files/2025/04/23/f2rRWYsBvnW1yogjUmG4.jpg)
সূত্রের খবর, ওই ব্যক্তির পেট এবং বাম কব্জিতে গুলি লেগেছিল। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি। ওই ব্যক্তি একজন সমাজকর্মী ছিলেন। এই ঘটনার সঙ্গে কোনও জঙ্গির যোগ আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। খবর পাওয়া মাত্রই ওই এলাকায় তল্লাশি চালাচ্ছে সেনাবাহিনী।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us