বাংলায় কি এবার শুরু হচ্ছে বিশেষ নিবিড় সমীক্ষা (SIR)? সোমবারই ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন

ম্যাপিং কমিশনের কাছে এসআইআর বাস্তবায়নে বড় সুবিধা এনে দেবে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
election commission  a

File Picture

নিজস্ব সংবাদদাতা: সোমবার বিকেলেই মিলতে পারে বহু প্রতীক্ষিত উত্তর! বাংলায় বিশেষ নিবিড় সমীক্ষা (SIR) শুরুর ঘোষণা করতে পারে জাতীয় নির্বাচন কমিশন। সোমবার বিকেল ৪টে ১৫ মিনিটে নয়াদিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক ডেকেছে কমিশন। যদিও কেন এই বৈঠক ডাকা হয়েছে, তা নিয়ে এখনও পর্যন্ত কোনও সরকারি ব্যাখ্যা দেওয়া হয়নি। তবে রাজনৈতিক মহলে জোর জল্পনা—এই বৈঠকেই বাংলায় এসআইআর শুরুর ঘোষণা হতে পারে।

কমিশনের সূত্রে জানা গিয়েছে, বিহারে ইতিমধ্যেই এসআইআর সম্পূর্ণ করে নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছে। এবার সেই ধারা মেনে বাংলায়ও একই প্রক্রিয়া শুরু হতে পারে বলে অনুমান। কারণ, রাজ্যে ভোটের আগে এসআইআর হবে বলেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগেই ইঙ্গিত দিয়েছিলেন।

সূত্রের খবর, বাংলায় জেলা ভিত্তিক ভোটার তালিকার ‘ম্যাপিং’ প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে। ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে ২০২৫ সালের তালিকা মিলিয়ে দেখা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই ম্যাপিং কমিশনের কাছে এসআইআর বাস্তবায়নে বড় সুবিধা এনে দেবে।

voter list application

আর মাত্র সাত মাস পরই রাজ্যে বিধানসভা নির্বাচন। একই সময়ে ভোট হবে তামিলনাড়ু, অসম, কেরল ও পুদুচেরিতেও। তাই বিশেষজ্ঞদের অনুমান, আগামিকালের সাংবাদিক বৈঠকেই এই চার রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর শুরুর ঘোষণা করতে পারে কমিশন।

উল্লেখযোগ্যভাবে, মাদ্রাজ হাইকোর্টে সম্প্রতি নির্বাচন কমিশন জানিয়েছে—তামিলনাড়ুতে এক সপ্তাহের মধ্যেই এসআইআর শুরু হবে। সূত্রের মতে, দেশব্যাপী ভোটার তালিকা সংশোধন কর্মসূচির অংশ হিসেবেই এই সমীক্ষা চলবে।

রাজনৈতিক মহলের একাংশের মত, বাংলায় এসআইআর শুরু হলে তা রাজ্যের ভোট প্রস্তুতির মোড় ঘুরিয়ে দিতে পারে। অন্যদিকে বিরোধীরা আগেই অভিযোগ তুলেছে, এই সমীক্ষার মাধ্যমে ভোটার তালিকায় “রাজনৈতিক হস্তক্ষেপ” ঘটানোর চেষ্টা হতে পারে।

এখন নজর সোমবার বিকেল ৪টে ১৫ মিনিটে - বিজ্ঞান ভবনের সাংবাদিক বৈঠকেই স্পষ্ট হবে, বাংলায় সত্যিই কি শুরু হচ্ছে বিশেষ নিবিড় সমীক্ষা?