এসআইআর নিয়ে ফের তীব্র অভিযোগ! বাংলার ভোট নিয়ন্ত্রণের চেষ্টা

এসআইআর নিয়ে গুরুতর অভিযোগ তুললেন কংগ্রেস নেতা টি এস সিং দেও। তাঁর দাবি, বিহারের পর পশ্চিমবঙ্গই ছিল আসল লক্ষ্য। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও উঠল প্রশ্ন।

author-image
Tamalika Chakraborty
New Update
ts singh deo

নিজস্ব সংবাদদাতা: কংগ্রেস নেতা টিএস সিং দেও দাবি করেছেন, এসআইআর-এর আসল লক্ষ্য শুরু থেকেই ছিল পশ্চিমবঙ্গ। বিহারের পরেই বাংলাকে টার্গেট করা হয়েছে। তাঁর বক্তব্য, অসমেও একইভাবে এসআইআর চালানো হচ্ছে। সিং দেও বলেন, দেশের অন্য রাজ্যগুলিতে যেভাবে এসআইআর করা হয়েছে, তা আসলে পশ্চিমবঙ্গে ভোটে প্রভাব ফেলতে নির্বাচন কমিশনের ভুল উদ্দেশ্য ঢাকতেই করা হয়েছে।

SIR

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন পরিকল্পিতভাবেই এই প্রক্রিয়ার মাধ্যমে ভোট ব্যবস্থাকে প্রভাবিত করার চেষ্টা করছে। তাঁর অভিযোগ, সাধারণ মানুষের স্বার্থ নয়, রাজনৈতিক উদ্দেশ্যেই এই ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ নিয়ে বিরোধী দলগুলি গভীর উদ্বেগ প্রকাশ করছে বলেও জানান তিনি।