/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা: অবশেষে জল্পনার অবসান। সোমবার বিকেলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে শুরু হল নির্বাচন কমিশনের বিশেষ বৈঠক, আর সেখান থেকেই মিলল বড় বার্তা— ১২ রাজ্যে শুরু হচ্ছে বিশেষ নিবিড় সমীক্ষা বা SIR।
দীর্ঘদিন ধরে বাংলাসহ একাধিক রাজ্যে SIR শুরুর বিষয়ে জল্পনা চলছিল। সোমবার বিকেলে নয়াদিল্লির বিজ্ঞান ভবনে কমিশনের বৈঠকের পরই তা কার্যত স্পষ্ট হয়ে যায়।
বৈঠকের পর মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেন, “এসআইআর-র মূল উদ্দেশ্য হল যোগ্য ভোটারদের তালিকায় রাখা এবং অযোগ্যদের বাদ দেওয়া। যে কোনও নির্বাচনের আগে এই প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ”।
/anm-bengali/media/post_attachments/a7e38214-7fa.png)
তিনি আরও যোগ করেন, “এবার ১২টি রাজ্যে একই প্রক্রিয়া শুরু করা হবে”। ১২ রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অসম, কেরল ও পুদুচেরি থাকছে। এই রাজ্যগুলিতে আগামী বছর বিধানসভা নির্বাচন হওয়ার কথা, তাই কমিশন চাইছে আগেভাগেই ভোটার তালিকা পর্যালোচনা সম্পন্ন করতে।
#WATCH | Delhi: Chief Election Commissioner Gyanesh Kumar says, "...The second phase of SIR (Special Intensive Revision) is about to be carried out in 12 States/UTs." pic.twitter.com/bKE65UFDay
— ANI (@ANI) October 27, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us