SIR ভোট চুরির অন্যতম মাধ্যম, দাবি কংগ্রেসের

নির্বাচন কমিশন সহযোগীর ভূমিকা পালন করছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Congressflag.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: SIR সম্পর্কে ফের একবার কংগ্রেসের অবস্থান স্পষ্ট করলেন বরিষ্ঠ কংগ্রেস নেতা ভূপেশ বাঘেল। ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং কংগ্রেস নেতা ভূপেশ বাঘেল এদিন বলেন, “কংগ্রেস দলের অবস্থান একেবারে স্পষ্ট। SIR অবশ্যই পরিচালনা করতে হবে তবে এর জন্য পর্যাপ্ত সময় থাকা উচিত। আজ অবৈধ ভোটারের সংখ্যা ৬৪ লক্ষ, আগামীকাল তারা সংখ্যাটি ১ কোটিতে নিয়ে যেতে পারে। যেমন রাহুল গান্ধী বলেছেন, SIR ভোট চুরির আরেকটি পদ্ধতিতে পরিণত হয়েছে, এবং নির্বাচন কমিশন সহযোগীর ভূমিকা পালন করছে”।

Bhupesh Baghelq2.jpg