নির্বাচনী স্বচ্ছতা রক্ষায় SIR জরুরি: জগন্নাথ সরকার

বিজেপি নেতা বলেন, নির্বাচন কমিশন স্বাধীন সংস্থা হিসেবে দেশে সুষ্ঠু ভোট নিশ্চিত করতে SIR করছে, ভুয়া ভোটার–ইস্যুতে পশ্চিমবঙ্গ সরকারকে দায়ী করেন তিনি।

author-image
Aniket
New Update
Screenshot 2025-12-02 10.37.24 PM

নিজস্ব সংবাদদাতা: SIR (Special Summary Revision) নিয়ে মন্তব্য করতে গিয়ে বিজেপি নেতা জগন্নাথ সরকার বলেন, নির্বাচন কমিশন একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান এবং সুষ্ঠু ভোট নিশ্চিত করাই তাদের মূল দায়িত্ব। তাই কমিশন দেশের প্রায় ১২টি রাজ্যে SIR পরিচালনা করছে।

তিনি অভিযোগ করেন, পশ্চিমবঙ্গে বিপুল ভুয়া ভোটার বানানো হয়েছে এবং একটি “ভুয়া নির্বাচন ব্যবস্থা” তৈরি করা হয়েছে। তার বক্তব্য, ন্যায়সঙ্গত ভোট প্রক্রিয়া বজায় রাখতেই কমিশন SIR করছে। জগন্নাথ সরকার আরও বলেন, “সংবিধানবিরোধীভাবে যারা ক্ষমতায় থাকতে চান বা ভুয়া ভোটার ধরে রাখতে চান, নির্বাচন কমিশন তাদের ক্ষমতা কেড়ে নেওয়া উচিত।”