“ইভিএম আসার পর থেকেই দেশে সুষ্ঠু নির্বাচন” — দাবি বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর

“নির্বাচন কমিশন দায়িত্ব পালন করছে নিষ্ঠার সঙ্গে, বিহারে চলছে সুশাসন”।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Screenshot 2025-10-05 12.49.16 PM

নিজস্ব সংবাদদাতা: বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী আজ বলেন, “দেশে নির্বাচন পরিচালনা করে নির্বাচন কমিশন। অটল বিহারি বাজপেয়ী ইভিএম চালু করেছিলেন, আর ইভিএম আসার পর থেকেই দেশের নির্বাচন আরও সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে।”

তিনি আরও যোগ করেন, “আজ নির্বাচন কমিশন সেই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করছে। ভোটের প্রক্রিয়ায় স্বচ্ছতা এসেছে, আর মানুষ গণতন্ত্রের প্রতি আরও আস্থা রাখছে।” চৌধুরী বলেন, “বিহারে এখন সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে। মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে রাজ্য উন্নয়নের পথে দ্রুত এগোচ্ছে।” রাজনৈতিক মহলে তাঁর এই মন্তব্যকে এনডিএ সরকারের “ভোটে আস্থা ও সুশাসনের বার্তা” হিসেবে দেখা হচ্ছে।