বিজেপি করলে দোষ নয় আমরা করলেই দোষ ! কোন প্রসঙ্গে বিজেপিকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী ?

কেন বিজেপিকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী ?

author-image
Debjit Biswas
New Update
bjp flag

নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি কর্নাটকের একটি জনসভায় চূড়ান্ত বিশৃঙ্খলার পর এবার জনসভার অনুমতি আইন প্রসঙ্গে ভারতীয় জনতা পার্টি (BJP)-কে কড়া ভাষায় আক্রমণ করলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া (Siddaramaiah)। তিনি স্পষ্ট জানিয়েছেন, জনসভার জন্য অনুমতি নেওয়ার নিয়ম কেবল কংগ্রেস সরকার করেনি, বরং বিজেপির আমলেও এই নিয়ম ছিল।

তিনি বলেন,''বিজেপির সাংসদ জগদীশ শেট্টার (Jagadish Shettar) তাঁর শাসনকালেও বিভিন্ন সংগঠনকে জনসভা করার জন্য প্রশাসনের কাছ থেকে অনুমতি নিতে নির্দেশ দিয়েছিলেন। অথচ, এখন যখন কংগ্রেস সরকার ফের সেই একই নিয়ম কার্যকর করছে, তখন তারা আমাদের দোষারোপ করছে। ওরা করলে দোষ,সব দোষ শুধু আমাদের।"

siddaramaiahrty

মুখ্যমন্ত্রীর এই মন্তব্য রাজনৈতিক মহলে জল্পনা বাড়িয়েছে। জনসভার নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার প্রয়োজনীয়তার বিষয়ে প্রশ্ন উঠলে, মুখ্যমন্ত্রী বিজেপিকে ডাবল স্ট্যান্ডার্ডের অভিযোগ এনে পাল্টা জবাব দেন।