কন্যাদের ছাড়া পৃথিবী চলতে পারে না ! আবেগঘন বার্তা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী

সমাজে মহিলাদের মর্যাদা নিয়ে বড় মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান।

author-image
Debjit Biswas
New Update
shivraj singh chouhan1.jpg

নিজস্ব সংবাদদাতা : মহিলাদের সম্পর্কে কথা বলতে গিয়ে আজ একটি আবেগঘন বার্তা দিলেন, কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান। তিনি বলেন, ''আমার কাছে পুত্রবধূ ও কন্যা এক সমান। পৃথিবী কন্যাদের ছাড়া চলতে পারে না। তারা ঈশ্বরের দেওয়া সবচেয়ে মূল্যবান উপহার।"

shivraj singhj1.jpg

এছাড়াও এই প্রসঙ্গে তিনি বলেন, '' আমি প্রতিটি কন্যাকেই হৃদয় থেকে ভালোবাসি এবং সবসময় তাদের জন্য কিছু করার চেষ্টা করি।''