BREAKING: এক দেশ এক নির্বাচন নিয়ে সরব হলেন শিবরাজ সিং চৌহান !

কি বললেন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান ?

author-image
Debjit Biswas
New Update
shivraj singh chouhanfg1.jpg

নিজস্ব সংবাদদাতা - এবার এক দেশ  এক দেশ এক নির্বাচন নিয়ে সরব হলেন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান। তিনি বলেন,''দেশে বারবার নির্বাচন হলে তা দেশের উন্নয়নের পথে বড় বাধা হয়ে যায়। নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলি সারা বছর প্রস্তুতি নিতে থাকে। এতে প্রশাসন ও নেতারাও ব্যস্ত থাকেন, এবং অনেক অর্থ নষ্ট হয়। লোকসভা ও বিধানসভা নির্বাচন একসঙ্গে প্রতি পাঁচ বছরে একবার হওয়া উচিৎ, যাতে সরকার ৪.৫ বছর জনগণের সেবা করতে পারে।''

shivraj singh chouhanf1.jpg