BREAKING: আমার রক্তের প্রতিটি কণায় কৃষকরা থাকেন ! এবার কৃষকদের নিয়ে বড় মন্তব্য করলেন শিবরাজ সিং চৌহান

কি বললেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান ?

author-image
Debjit Biswas
New Update
shivraj singh chouhanfg1.jpg

নিজস্ব সংবাদদাতা : এবার কৃষকদের নিয়ে এক বড় মন্তব্য করলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তিনি বলেন,''যখন আমি মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী ছিলাম, তখন রাজ্যের কথা ভাবতাম। কিন্তু এখন কৃষিমন্ত্রী হিসেবে শুধু কৃষকদের কথাই ভাবি। আমার রক্তের প্রতিটি কণায় কৃষকরা থাকেন। এই কারণেই আমি দিল্লিতে বসে থাকি না। আমি আপনাদের কাছে চলে আসি।”

shivraj singhj1.jpg