কুমারী পুজো নাটক? রেগে গেলেন মুখ্যমন্ত্রী

কন্যা পুজো নিয়ে গতকাল বড় মন্তব্য করেন কংগ্রেস নেতা।

author-image
SWETA MITRA
New Update
kanya pujaa.jpg

নিজস্ব সংবাদদাতাঃ মধ্যপ্রদেশেবিধানসভানির্বাচনেরপ্রচারএখনতুঙ্গেউঠেছে।মুখ্যমন্ত্রীশিবরাজসিংচৌহানবিজেপিতেযোগদেওয়ারপাশাপাশিরাজ্যসভাপতিকমলনাথওকংগ্রেসেরপক্ষেসভাকরছেনএবংকংগ্রেসেরসমর্থনেভোটদেওয়ারআবেদনকরছেন। এরই মাঝে কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংকে আক্রমণ করলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান (Shivraj Singh Chouhan)। তিনি আজ মঙ্গলবার বলেন, ‘কন্যাদেরউপাসনাএকটিসনাতনরীতি। আমিপ্রতিদিনকন্যাদেরপুজোকরি, কিন্তুআপনিকন্যাদেরউপাসনাকেনাটকবলেন।তোমারমতোনিচুচিন্তারমেয়েদেরসম্মানসহ্যকরতেপারছিনা।  আমি মল্লিকার্জুন খাড়গে এবং সোনিয়া গান্ধীকে জিজ্ঞেস করি যে আমাদের কন্যাদের পূজা করা কি 'নাটক'? কংগ্রেসের উচিত এ বিষয়ে তাদের অবস্থান পরিষ্কার করা। 
আমিমেয়েদেরপুজো করাচালিয়েযাবএবংআপনারমতোখারাপচিন্তা ভাবনারপরিবর্তনকরব।‘ শুনুন তাঁর বক্তব্য...