শিবাজির ১২ দুর্গ ইউনেস্কোর তালিকায়

শিবাজি মহারাজের ১২ দুর্গ ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায়, বিশ্বজুড়ে স্বীকৃতি: কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটাওয়ালে।

author-image
Aniket
New Update
Screenshot 2025-07-14 2.16.14 PM

নিজস্ব সংবাদদাতা: ছত্রপতি শিবাজি মহারাজের ১২টি ঐতিহাসিক দুর্গ ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হওয়াকে ঘিরে উৎসবের আবহ। কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটাওয়ালে এই উপলক্ষে বলেন, “এই উদ্যোগের মাধ্যমে গোটা বিশ্ব ছত্রপতি শিবাজি মহারাজ সম্পর্কে জানবে। এই প্রক্রিয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগেই শুরু হয়েছিল, এবং আজ তাঁরই নেতৃত্বে ১২টি দুর্গ ইউনেস্কোর তালিকায় যুক্ত হয়েছে।”

মন্ত্রী আরও জানান, এই ঐতিহাসিক দুর্গগুলো শুধুমাত্র মহারাষ্ট্রের গর্ব নয়, বরং ভারতের বীরত্বগাথার এক অবিচ্ছেদ্য অংশ। ইউনেস্কোর স্বীকৃতি প্রাপ্তির ফলে আন্তর্জাতিক পর্যটনের পাশাপাশি ঐতিহ্য সংরক্ষণেও বিশেষ গুরুত্ব পাওয়া যাবে বলে আশাবাদী কেন্দ্র। এই ঘোষণা শিবাজি মহারাজের অনুগামী ও ঐতিহাসিক ঐতিহ্যপ্রেমী মহলে উচ্ছ্বাসের জন্ম দিয়েছে।