New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা: কংগ্রেস নেতা হুসেন দালবাইয়ের আরএসএস–সম্পর্কিত মন্তব্য নিয়ে রাজনৈতিক অঙ্গনে উত্তপ্ত বিতর্কের মধ্যে শিবসেনা (উদ্ধব বালাসাহেব ঠাকরে) নেতা আনন্দ দুবে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি বলেন, “আরএসএস একটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। আমাদের সঙ্গে বহু মতপার্থক্য থাকলেও, এটি এই দেশের এক সম্মানিত সংগঠন। এটিকে কোনওভাবেই সন্ত্রাসবাদী সংগঠন বলা যায় না।”
/anm-bengali/media/post_attachments/9667ab73-641.png)
হুসেন দালবাইকে ব্যক্তিগত আক্রমণ করে দুবে আরও বলেন, “ওনার মানসিক অবস্থা ঠিক আছে কি না, তা বুঝতে পারি না। হুসেন দালবাই, রাশিদ আলভি, দিগ্বিজয় সিং, মণীশঙ্কর আইয়ার—এরা সবাই মিলে কংগ্রেসকে দুর্বল করতে কাজ করেছেন। তাদের আচরণের ফলেই কংগ্রেস বার বার ক্ষতিগ্রস্ত হয়।” তিনি দাবি করেন, কংগ্রেসের এই দুর্বলতা সমগ্র মহা বিকাশ আঘাড়ি জোটের ওপর প্রভাব ফেলছে এবং এর মূল্য রাজনৈতিকভাবে চোকাতে হচ্ছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us