বাবরি মসজিদ বিতর্কে শিয়া পার্সোনাল ল’ বোর্ডের ক্ষোভ

"এটি দেশ ভাঙার চক্রান্ত, রাজনৈতিক স্বার্থ জড়িত" — মাওলানা ইয়াসুব আব্বাস।

author-image
Aniket
New Update
Screenshot 2025-12-06 10.41.31 AM

নিজস্ব সংবাদদাতা: বেলডাঙায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগকে ঘিরে নতুন করে বিতর্ক জোরালো হয়ে উঠেছে। এ বিষয়ে কড়া প্রতিক্রিয়া জানালেন অল ইন্ডিয়া শিয়া পার্সোনাল ল’ বোর্ডের সাধারণ সম্পাদক মাওলানা ইয়াসুব আব্বাস। তিনি বলেন, “এ ধরনের বক্তব্য দেশ ভাঙার চক্রান্ত, এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। মন্দির-মসজিদ নিয়ে বহু সংঘাত ও সহিংসতা হয়েছে। কোনো উপাসনালয়ের নাম আল্লাহ বা তাঁর রাসুলের নামে হওয়া উচিত, দেশের লুটেরাদের নামে নয়।” তিনি আরও অভিযোগ করেন, “বাবর নাম ব্যবহার করে সস্তা প্রচারের চেষ্টা চলছে, যা কোনো মুসলিমের কাছে গ্রহণযোগ্য নয়।”