‘হিন্দু গ্রোথ রেট’ মন্তব্যে বিরোধীদের কটাক্ষ শেহজাদ পুনাওয়ালার, বাবরি ইস্যুতেও তোপ

বাবরি ইস্যুতেও তোপ।

author-image
Aniket
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য ঘিরে রাজনৈতিক প্রতিক্রিয়া তীব্র হয়েছে। বিজেপির মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা অভিযোগ করেন, “কিছু দল নিজেদের সেক্যুলার ও লিবারাল বলে দাবি করলেও, অতীতে তারা ‘হিন্দু গ্রোথ রেট’ শব্দ প্রয়োগ করে হিন্দুদের কম দক্ষতা ও উন্নয়নের প্রতীক হিসেবে দেখাতে চাইত। তাঁদের মানসিকতা ছিল ঔপনিবেশিক প্রভাবিত, যেখানে আত্মবিশ্বাসের অভাব স্পষ্ট।” তিনি আরও দাবি করেন, যারা নিজেদের ধর্মনিরপেক্ষ বলে পরিচয় দেন, তারা কখনও হিন্দু উন্নয়নের নিম্ন হারের বিরুদ্ধে প্রতিবাদ করেননি, যা তাঁর মতে ‘সাম্প্রদায়িক মনোভাবের প্রতিফলন।’

বেলডাঙায় স্থগিত তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের হাতে বাবরি মসজিদের শিলান্যাস নিয়েও শেহজাদের তীব্র প্রতিক্রিয়া। তিনি বলেন, “বিদেশি আক্রমণকারী বাবরের নামে মসজিদ নির্মাণের এই উদ্যোগ এখন বিভিন্ন INDI জোটশাসিত রাজ্যে দেখা যাচ্ছে। তেলেঙ্গানায় মুখ্যমন্ত্রী ভোটব্যাঙ্কের জন্য হিন্দু বিশ্বাস ও দেবতাকে উপহাস করছেন।” পুনাওয়ালা জওহরলাল নেহরু থেকে কপিল সিব্বল ও রাহুল গান্ধীর প্রসঙ্গ তুলে দাবি করেন, কংগ্রেস বরাবরই রাম মন্দিরের বিরোধী ছিল।

এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন বিতর্ক শুরু হয়েছে।