/anm-bengali/media/media_files/AW02sB9NTb1m6iUh0iR2.jpg)
নিজস্ব সংবাদদাতা : এবার ন্যাশনাল হেরাল্ড মামলাকে কেন্দ্র করে, কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা। তিনি বলেন,''ন্যাশনাল হেরাল্ড কেলেঙ্কারি আসলে এটাই প্রমাণ করে যে, জমির সঙ্গে কংগ্রেস দলের কতটা গভীর সম্পর্ক আছে। যেখানেই কংগ্রেস জমি দেখবে, সেখানেই কংগ্রেসের চোখ পরে যাবে। আর তারপর মুদা (MUDA) কেলেঙ্কারি হোক অথবা ন্যাশনাল হেরাল্ড কেলেঙ্কারি হোক। দুর্নীতির মাধ্যমে তারা সেই জমি দখল করে নেবে।”
এরপর তিনি আরও বলেন,''ন্যাশনাল হেরাল্ড মামলার ক্ষেত্রে,প্রায় দুই হাজার কোটি টাকার সম্পত্তি, যা দেশের স্বাধীনতা সংগ্রামীদের এবং দেশের জনগণের সম্পত্তি ছিল, সেটি ইয়ং ইন্ডিয়ানস নামের একটি বিশেষ কোম্পানি তৈরি করে, মাত্র পঞ্চাশ লাখ টাকা দিয়ে দখল করা হয়েছে। এখন যখন এই লুটেরাদের সেই সম্পত্তি ফেরত দিতে বলা হচ্ছে, তখন তারা নিজেদেরকেই ‘ভিকটিম’ হিসেবে দেখাতে চাইছে।”
#WATCH Delhi: On the National Herald case, BJP National Spokesperson Shehzad Poonawalla says, "The National Herald scam is proof of how the Congress party is connected to the land. Wherever the Congress party sees land, be it Jija ji or MUDA scam or National Herald scam, the… pic.twitter.com/D9dCaJDhj2
— ANI (@ANI) July 5, 2025