New Update
/anm-bengali/media/media_files/vPtlcnWsdQ57dRVY3pot.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: বুধবার সর্বকালের সেরা উচ্চতায় পৌঁছে গেল সেনসেক্স। ২০৩ দিনের রেকর্ড ভেঙে দিয়ে সেনসেক্স তৈরি করল নতুন রেকর্ড। পাশাপাশি নিফটি ৫০- এও সকালের প্রথম সেশনে দেখা গেছে অপ্রতিরোধ্য গতি। ২০২২ সালের ১ ডিসেম্বর স্টক এক্সচেঞ্জে সেনসেক্স সর্বোচ্চ উচ্চতা ৬৩৫৮৩.০৭ পয়েন্টে পৌঁছে নজির সৃষ্টি করে। আজ সকাল ১০টা নাগাদ সেই শিখরকে ছাপিয়ে ৬৩৫৮৮.৩১ পয়েন্টে পৌঁছে গেল সেনসেক্স। দলে সর্বকালের নতুন রেকর্ড হয়ে থাকল এটি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us