নিজস্ব সংবাদদাতা - এবার ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি প্রসঙ্গে এক বড় দাবি করলেন এনসিপি (এসসিপি) প্রধান শরদ পাওয়ার। তিনি বলেন,''আমি সংসদে বিশেষ অধিবেশন করার বিরোধী নই,তবে এই বিষয়টি অত্যন্ত সংবেদনশীল ও গুরুতর, যা সংসদে খোলাখুলি আলোচনা করা সম্ভব নয়। তাই বিশেষ অধিবেশনের পরিবর্তে যদি আমরা সবাই মিলে সর্বদলীয় বৈঠকে বসি, সেটাই বেশি যুক্তিসঙ্গত হবে।”
/anm-bengali/media/media_files/134BDxS1U9Hluoc8QAcJ.jpg)
BREAKING : বিশেষ অধিবেশনের নয় সর্বদলীয় বৈঠক হওয়া উচিত ! কেন এই কথা বললেন শরদ পাওয়ার ?
কি বললেন শরদ পাওয়ার ?
নিজস্ব সংবাদদাতা - এবার ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি প্রসঙ্গে এক বড় দাবি করলেন এনসিপি (এসসিপি) প্রধান শরদ পাওয়ার। তিনি বলেন,''আমি সংসদে বিশেষ অধিবেশন করার বিরোধী নই,তবে এই বিষয়টি অত্যন্ত সংবেদনশীল ও গুরুতর, যা সংসদে খোলাখুলি আলোচনা করা সম্ভব নয়। তাই বিশেষ অধিবেশনের পরিবর্তে যদি আমরা সবাই মিলে সর্বদলীয় বৈঠকে বসি, সেটাই বেশি যুক্তিসঙ্গত হবে।”