আমার কাছে আপনি পিতার মতো ছিলেন ! ধর্মেন্দ্রর প্রয়াণে হৃদয়বিদারক শোকবার্তা শাহরুখ খানের

কি শোকবার্তা দিলেন শাহরুখ খান ?

author-image
Debjit Biswas
New Update
shahrukh khans2.jpg


নিজস্ব সংবাদদাতা : বলিউডের 'হি-ম্যান' ধর্মেন্দ্রর প্রয়াণে চলচ্চিত্র জগৎ শোকস্তব্ধ। এই কিংবদন্তি অভিনেতার মৃত্যুর পর গভীর শোক প্রকাশ করে অভিনেতা শাহরুখ খান তাঁকে 'পিতার মতো' (father figure) বলে উল্লেখ করেছেন। আজ সকালে শাহরুখ খান তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে প্রয়াত ধর্মেন্দ্রকে উদ্দেশ্য করে এক আবেগপূর্ণ বার্তা পোস্ট করেন।

Q4JWGR5XIA53DL54UJVIC7CS5I-ezgif.com-effects

নিজের পোস্টে তিনি লেখেন,''শান্তিতে বিশ্রাম নিন ধরম জি। আপনি আমার কাছে পিতার চেয়ে কোনো অংশে কম ছিলেন না। আমাকে আপনার মতো করে আশীর্বাদ ও ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ। এই ক্ষতি শুধু তাঁর পরিবারের জন্য নয়, বিশ্বজুড়ে সিনেমা এবং চলচ্চিত্রপ্রেমীদের জন্য এক অপূরণীয় ও অসহনীয় ক্ষতি।"