বন্ধ হয়ে গিয়েছে ২০০০ টাকার নোটের ব্যবহার

বন্ধ হয়ে গিয়েছে ২০০০ টাকার নোটের ব্যবহার। সব টাকা তুলে নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। বহু মাস আগেই নির্দিষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছিল নোট বদলের শেষ তারিখ। সেই সময়সীমা পার হয়েছে ইতিমধ্যেই।

রিজার্ভ ব্যাঙ্কে একটি চিঠির সঙ্গে পাঠাতে পারেন

গ্রাহকেরা এখন তাঁদের কাছে ২০০০ টাকার নোট থাকলে সেগুলি নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা দেওয়ার জন্য রিজার্ভ ব্যাঙ্কে একটি চিঠির সঙ্গে পাঠাতে পারেন। যাঁরা রিজার্ভ ব্যাঙ্কের আঞ্চলিক অফিস থেকে দূরে থাকেন, তাঁদের জন্য এইভাবে টাকা পাঠানো একটি সহজ বিকল্প।