মণিপুরে যৌথ অভিযানে ব্যাপক সাফল্য ! প্রচুর অস্ত্র ও মাদক উদ্ধার,২ জঙ্গি গ্রেপ্তার

বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী।

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : মণিপুরে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে, ভারতীয় সেনাবাহিনী (Indian Army) এবং অসম রাইফেলস (Assam Rifles)  রাজ্য পুলিশের (Manipur Police) সাথে নিবিড় সমন্বয়ে গত বেশ কয়েকদিন ধরেই একটি ধারাবাহিক গোয়েন্দা-ভিত্তিক যৌথ অভিযান পরিচালনা করে চলেছে। গত ১৭ অক্টোবর থেকে ২৪ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত পরিচালিত এই অভিযানগুলিতে দুইজন জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে এবং বিপুল পরিমাণ অস্ত্র, মাদক ও যুদ্ধ-সদৃশ সামগ্রী (war-like stores) উদ্ধার করা হয়েছে। এই তথ্য আজ প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানানো হয়েছে।

এই অভিযানের সময়েই চুড়াচাঁদপুর (Churachandpur) এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন ইউকেএনএ (UKNA)-এর ক্যাডার হাউমিনথাং হাওকিপকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি পিস্তল এবং গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এছাড়াও কাঁচিং (Kakching)-এর পাঙ্গালতাবি (Pangaltabi) এলাকায় আরেকটি গুরুত্বপূর্ণ অভিযানে প্রায় ৫০০ লিটার ভেজাল মদ (spurious liquor) বাজেয়াপ্ত করা হয়।

Arrest

প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, এই সফল অভিযানগুলি মণিপুরে অবৈধ কার্যকলাপ এবং অস্থিরতা সৃষ্টিকারী শক্তির বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর কঠোর অবস্থানকে তুলে ধরে। স্থানীয় পুলিশের সাথে সেনাবাহিনীর এই ঘনিষ্ঠ সমন্বয় রাজ্যের স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রচেষ্টায় এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।