/anm-bengali/media/media_files/ySqmb0xxDs9PsLiEuNNE.jpg)
নিজস্ব সংবাদদাতা : দ্বিতীয় বন্দে ভারত পেল ওড়িশা। ট্রেনটিকে সবুজ পতাকা দেখান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ট্রেনে সওয়ারি হন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সহ কয়েকজন স্কুল পড়ুয়া। ভুুবনেশ্বর থেকে অঙ্গুলে যাত্রা করেন তারা। যাত্রাপথে কেন্দ্রীয় মন্ত্রীর মুখে শোনা গেল প্রধানমন্ত্রী মোদীর প্রশংসা। তিনি বলেন, "প্রধানমন্ত্রী মোদী যেভাবে গতির সঙ্গে কাজ করেন, বড় পরিসরে এবং বড় উচ্চাকাঙ্ক্ষা ও নতুন আকাঙ্খা নিয়ে, আমি আজ খুব খুশি, বন্দে ভারত এক্সপ্রেস আমার গ্রামের মধ্য দিয়ে যাচ্ছে। এই বন্দে ভারত ওড়িশাকে সংযুক্ত করবে এবং ওড়িশার যুবকদের জন্য কাজের সুযোগ বাড়াবে। মানুষকে পরিবহন সুবিধা প্রদান করবে এবং এই ট্রেনটি সাধারণ মানুষের জন্য।"
#WATCH | Union Education Minister Dharmendra Pradhan says, "This is the way PM Modi works, with speed, on a big scale and with big ambition and new aspiration. I am so happy today, the Vande Bharat Express is going through my village…this (Vande Bharat) will connect and Odisha… pic.twitter.com/aMlE3bf3Z3
— ANI (@ANI) September 24, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us