/anm-bengali/media/media_files/IIZWuFc51sSsi21VxGxE.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হয়নি ঠিকই, কিন্তু হাতে সময় খুবই কম। আর ইন্ডিয়া জোটের জন্য তো এখন প্রত্যেকটা সময় ভীষণ গুরুত্বপূর্ণ। কেননা এবার ইন্ডিয়া জোটের ক্ষেত্রে আসন ভাগাভাগির বিষয়টিও থেকে যাচ্ছে।
এমন অবস্থায় আম আদমি পার্টি এবং কংগ্রেস উভয় দল মিলে আসন ভাগাভাগি নিয়ে আলোচনা শুরু করল। এদিন আপ নেতা গোপাল রাই বলেন, “আসন ভাগাভাগি নিয়ে আলোচনা দুই দলের মধ্যে শুরু হয়েছে। আপ দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, গোয়া এবং গুজরাটে তাদের আসন ভাগাভাগি নিয়ে চিন্তাভাবনা শুরু করে দিয়েছে”। খুব তাড়াতাড়িই সম্পূর্ণ বিষয়টি প্রকাশ্যে আনা হবে বলে এদিন জানিয়েছেন আপ নেতা।
VIDEO | "The (seat-sharing) talks have begun between the two parties (AAP and Congress). The party (AAP) has put in its thoughts (over seat-sharing) in Delhi, Punjab, Haryana, Goa and Gujarat," says AAP leader and Delhi Minister @AapKaGopalRai in response to a media query on… pic.twitter.com/zzwz04cOl1
— Press Trust of India (@PTI_News) January 9, 2024
/anm-bengali/media/media_files/uRcXrflLsLMD0Nx5UI5z.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us