‘আত্মনির্ভর ভারতের’ শক্ত ভিত্তি সমুদ্রবন্দর উন্নয়ন: দিনদয়াল পোর্ট অথরিটি চেয়ারম্যান সুশীল কুমার সিং

“অপারেশন সিন্দূরে শহিদ সেনাদের প্রতি শ্রদ্ধা, সমুদ্রবাণিজ্য হবে আত্মনির্ভরতার স্তম্ভ”।

author-image
Aniket
New Update
Screenshot 2025-10-01 11.28.42 PM

নিজস্ব সংবাদদাতা: গুজরাটের গান্ধিধামে দিনদয়াল পোর্ট অথরিটি (DPA)-এর চেয়ারম্যান সুশীল কুমার সিং এক অনুষ্ঠানে বলেন, “কয়েক মাস আগে ভারতীয় সেনা সফলভাবে অপারেশন সিন্দূর সম্পন্ন করেছে। এই অভিযানে বহু সেনা দেশ রক্ষার জন্য শহিদ হয়েছেন। তাঁদের প্রতি আমরা কৃতজ্ঞ ও চিরঋণী।”

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্ন ‘আত্মনির্ভর ভারত’ আজ বাস্তবায়নের পথে, এবং বিশ্বে ভারতের একটি নতুন পরিচয় গড়ে উঠছে। তাঁর কথায়, “ভারতের বন্দর ও সমুদ্রবাণিজ্যের অগ্রগতি আত্মনির্ভরতার এক শক্তিশালী স্তম্ভ হয়ে উঠছে।”

চেয়ারম্যান সুশীল কুমার সিং আশাবাদ ব্যক্ত করেন যে সমুদ্রবন্দরগুলির আধুনিকীকরণ ও বাণিজ্যের প্রসারের মাধ্যমে শুধু অর্থনৈতিক উন্নয়ন নয়, ভারতের বৈশ্বিক অবস্থানও আরও সুদৃঢ় হবে।