/anm-bengali/media/media_files/2025/10/01/screenshot-2025-10-01-1142-pm-2025-10-01-23-29-01.png)
নিজস্ব সংবাদদাতা: গুজরাটের গান্ধিধামে দিনদয়াল পোর্ট অথরিটি (DPA)-এর চেয়ারম্যান সুশীল কুমার সিং এক অনুষ্ঠানে বলেন, “কয়েক মাস আগে ভারতীয় সেনা সফলভাবে অপারেশন সিন্দূর সম্পন্ন করেছে। এই অভিযানে বহু সেনা দেশ রক্ষার জন্য শহিদ হয়েছেন। তাঁদের প্রতি আমরা কৃতজ্ঞ ও চিরঋণী।”
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্ন ‘আত্মনির্ভর ভারত’ আজ বাস্তবায়নের পথে, এবং বিশ্বে ভারতের একটি নতুন পরিচয় গড়ে উঠছে। তাঁর কথায়, “ভারতের বন্দর ও সমুদ্রবাণিজ্যের অগ্রগতি আত্মনির্ভরতার এক শক্তিশালী স্তম্ভ হয়ে উঠছে।”
/anm-bengali/media/post_attachments/b7e42591-cf2.png)
চেয়ারম্যান সুশীল কুমার সিং আশাবাদ ব্যক্ত করেন যে সমুদ্রবন্দরগুলির আধুনিকীকরণ ও বাণিজ্যের প্রসারের মাধ্যমে শুধু অর্থনৈতিক উন্নয়ন নয়, ভারতের বৈশ্বিক অবস্থানও আরও সুদৃঢ় হবে।
#WATCH | Gandhidham, Kutch, Gujarat: Chairman of Deendayal Port Authority (DPA), Sushil Kumar Singh says, "A few months ago, the Indian Army successfully completed Operation Sindoor. During this operation, many soldiers also laid down their lives for the nation... With the… https://t.co/S5F9Tujgrppic.twitter.com/lCGFfB0ouS
— ANI (@ANI) October 1, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us