/anm-bengali/media/media_files/tFpJcGBkhX0jVmDbZ6wm.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হল। যা দেখে নেটিজেনরা এসডিআরএফ (SDRF)-কে কুর্নিশ জানালো। ভয়াবহ বন্যার কবলে পড়েছে উত্তরাখণ্ড। এদিকে মানুষজনকে উদ্ধার করতে দিনরাত এক করে কাজ করে চলেছে উদ্ধারকারীরা। তেমনই বন্যার কারণে একটি বাড়ি জলে ডুবে গিয়েছিল, সেখানে ফেঁসে রয়েছিল একটি মেয়ে। এদিকে প্রতিকূল পরিস্থিতিতে তাঁকে উদ্ধার করল এসডিআরএফ-এর একটি দল। আর সেই উদ্ধারকার্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই অনেকেই সাধুবাদ জানিয়েছেন এসডিআরএফ-এর দলকে। হরিদ্বারের লাকসার গ্রামে পৌঁছে ওই মেয়েটিকে উদ্ধার করে এসডিআরএফ। SDRF জানিয়েছে, মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
#WATCH | Uttarakhand: SDRF reached Laksar village in Haridwar to rescue a young girl whose house was submerged in water, due to flooding. The girl was rescued and taken to Hospital: SDRF
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) July 17, 2023
(Video - SDRF) pic.twitter.com/ro54zPNxg0
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us