যুদ্ধ জেতার জায়গায় থেকেও কেন নমনীয় হল কেন্দ্র ? বড় প্রশ্ন তুললেন সৌরভ ভরদ্বাজ

কি বললেন সৌরভ ভরদ্বাজ ?

author-image
Debjit Biswas
New Update
Saurabh Bharadwaj

নিজস্ব সংবাদদাতা : এবার ভারত-পাকিস্তান যুদ্ধ প্রসঙ্গে এক বড় প্রশ্ন তুললেন দিল্লি আম আদমি পার্টির প্রেসিডেন্ট সৌরভ ভরদ্বাজ। তিনি বলেন,''বায়ুসেনা প্রধান জানিয়েছেন, এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে ৫টি পাকিস্তানি যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে। অর্থাৎ আমরা এই যুদ্ধ জিতছিলাম। তাহলে কোন চাপে কেন্দ্র সরকার হঠাৎ করে এই যুদ্ধবিরতিতে সম্মত হল, তা দেশবাসীকে জানানো উচিত।” তিনি বলেন,''পাক অধিকৃত কাশ্মীরকে (POK) ফিরিয়ে আনার এটাই সেরা সুযোগ ছিল।''

AAP