কর্মীদের হাতেই এমসিডি উপনির্বাচনের ভার, AAP-এর সিদ্ধান্তে 'উদ্যমী' কর্মীরা ! বড় দাবি করলেন সৌরভ ভরদ্বাজ

কি বড় দাবি করলেন সৌরভ ভরদ্বাজ ?

author-image
Debjit Biswas
New Update
Saurabh Bharadwaj

নিজস্ব সংবাদদাতা : দিল্লির পৌরসভা (MCD) উপনির্বাচনকে সামনে রেখে বড়সড় সাংগঠনিক সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি (AAP)। দলীয় প্রধান অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে আলোচনা করে কর্মী-কেন্দ্রিক এই নির্বাচন লড়ার কৌশল নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন আপের সভাপতি সৌরভ ভরদ্বাজ।

saurabh bharadwajk.jpg

তিনি বলেন,''আম আদমি পার্টি এবং আমাদের নেতা অরবিন্দ কেজরিওয়াল সিদ্ধান্ত নিয়েছেন যে দলীয় কর্মীরাই এই নির্বাচনগুলিতে প্রতিদ্বন্দ্বিতা করবেন।  এই কারণে দিল্লির সকল কর্মীর মধ্যে উৎসাহ দেখা যাচ্ছে।"