সাতসকালে গর্বের খবর: এশিয়ান গেমসে প্ৰথম সোনা এল ভারতের ব্যাগে, এখনই জানুন

এশিয়ান গেমসের বর্তমান সংস্করণে প্রথম সোনা পেল ভারত। 

author-image
Aniket
New Update
breaking.webp

নিজস্ব সংবাদদাতা: দিনের শুরুতেই ভারতবাসীর জন্য দারুন গর্বের খবর। চিনে চলছে হ্যাংজু এশিয়ান গেমস।

এশিয়ান গেমসে রুদ্রাঙ্কশ পাতিল, ঐশ্বর্য তোমর এবং দিব্যাংশ পানওয়ার ১০ মিটার এয়ার রাইফেল টিম ইভেন্ট জিতেছে। যার ফলে এশিয়ান গেমসের এই সংস্করণে প্রথম সোনা জিতল ভারত।