নিজস্ব সংবাদদাতা: পাকিস্তানের মুরিদ এয়ারবেসে ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র ধরা পড়েছে নতুন স্যাটেলাইট চিত্রে। ইসলামাবাদের উসকানিমূলক কার্যকলাপের জবাবে ভারত অপারেশন সিঁদুর অভিযান শুরু করে।
নতুন উচ্চ-রেজোলিউশনের স্যাটেলাইট ছবি অনুযায়ী, মুরিদ এয়ারবেসে তিন মিটার চওড়া একটি বিশাল গর্ত সৃষ্টি হয়েছে বিস্ফোরণে। এই গর্তটি এক সন্দেহজনক ভূগর্ভস্থ স্থাপনার মাত্র ৩০ মিটার দূরেই অবস্থিত বলে জানা গেছে।
জিওস্পেশাল গোয়েন্দা গবেষক ড্যামিয়েন সায়মন ইন্টেল ল্যাব-এর পক্ষ থেকে এই স্যাটেলাইট ছবি প্রকাশ করেছেন। তিনি বলেন, “মুরিদ এয়ারবেসের সবচেয়ে রক্ষিত অঞ্চলে হামলার চিহ্ন স্পষ্ট। প্রায় তিন মিটার চওড়া বিস্ফোরণের গর্তটি দেখা যাচ্ছে, যা সম্ভাব্য একটি ভূগর্ভস্থ স্থাপনার প্রবেশপথের একেবারে কাছে।”
এই হামলার ফলে পাকিস্তানের সেনা ঘাঁটির গুরুত্বপূর্ণ পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আন্তর্জাতিক মহল মনে করছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us