/anm-bengali/media/media_files/2025/02/25/LAhJQEUsz07liZ4UT5hr.jpeg)
নিজস্ব সংবাদদাতা : গতকাল বিধানসভায় বিক্ষোভ প্রদর্শন করার জন্য সাসপেন্ড হতে হয় আপ বিধায়ক সঞ্জীব ঝাঁ-কে। একদিনের জন্য বিধানসভা থেকে সাসপেন্ড হয়েছিলেন তিনি। আর আজ বিধানসভায় উপস্থিত হয়েই বড় প্রশ্ন তুলে দিলেন আপ বিধায়ক সঞ্জীব ঝাঁ। তিনি বলেন, ''"কাল মুখ্যমন্ত্রীর দপ্তরে ডঃ বি আর আম্বেদকরের ছবি সরিয়ে প্রধানমন্ত্রী মোদির ছবি বসানো হয়েছে। যখন আমরা স্পিকারের কাছে জানতে চাইলাম যে মোদি কি আম্বেদকরের চেয়ে বড়, তখন আমাদের সাসপেন্ড করা হলো।" এছাড়াও তিনি বলেন,''বিজেপি আম্বেদকরকে ঘৃণা করলেও, সারা দেশ এটা মেনে নেবে না।''
#WATCH | Delhi: After being suspended from the Legislative Assembly for the whole day, AAP MLA Sanjeev Jha says, "The portrait of Dr BR Ambedkar was replaced with PM Modi in the CM office yesterday. When we asked the speaker if PM Modi is bigger than Dr BR Ambedkar, he suspended… pic.twitter.com/Y3ebNa5C7L
— ANI (@ANI) February 25, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us