New Update
নিজস্ব সংবাদদাতা: আরজি করের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে সাসপেন্ড করল ইন্ডিয়ান মেডিক্য়াল অ্যাসোসিয়েশন। সন্দীপ ঘোষকে সাসপেন্ড করার আগে নির্যাতিতার বাড়ির সদস্যদের সঙ্গে IMA-এর একটি দল দেখা করেন। তাঁদের সঙ্গে কথা বলেন। ৯ আগস্ট আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে খুন করে ধর্ষণ করা হয়। তারপরেই বাংলা সহ সারা দেশ ঘটনার প্রতিবাদে জ্বলে ওঠেন।
/anm-bengali/media/media_files/i5CSl12ek03jOHmKDRki.jpg)
/anm-bengali/media/media_files/ZOwBOdQuvvMEvqxBPz4a.jpeg)
/anm-bengali/media/media_files/agbpsHjkczXAnwsxvKtb.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us