লোকসভায় ২০০০০০, আর বিধানসভায় ২৫০০০ ভোটে হেরে যায় ! এবার কার ওপর চটলেন সম্রাট চৌধুরী ?

কি বললেন সম্রাট চৌধুরী ?

author-image
Debjit Biswas
আপডেট করা হয়েছে
New Update
Samrat Choudhary

নিজস্ব সংবাদদাতা : বিহারের রাজনীতিতে মহাগঠবন্ধন (Mahagathbandhan) এবং এনডিএ (NDA)-এর মধ্যে সংঘাত প্রসঙ্গে এবার নিজের বক্তব্য রাখলেন বিহারের উপ মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। তিনি দাবি করেন মহাগঠবন্ধন নির্বাচনে ভালো প্রতিদ্বন্দ্বিতা করলেও, শেষ পর্যন্ত জয়লাভ করতে পারে না। 

fghjkn

আজ এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন,''মহাগঠবন্ধন বিহারের নির্বাচনে বরাবরই খুব ভালো প্রতিদ্বন্দ্বিতা করে। কিন্তু সবকিছুর পরেও তারা লোকসভা নির্বাচনে ২ লক্ষ ভোটের ব্যবধানে এবং বিধানসভা নির্বাচনে ২৫ হাজার ভোটের ব্যবধানে হেরে যায়। আসলে বিহারের মানুষ সব কিছু জানেন এবং তাঁরা রাজ্যের উন্নয়ন ও বৃদ্ধির জন্য সবসময় এনডিএ (NDA)-কেই ভোট দেবেন।''