নিজস্ব সংবাদদাতা : রাজ্যের সামগ্রিক উন্নয়ন এবং সুশাসনকে নিশ্চিত করার লক্ষ্যে এবার বিহারের জনগণের কাছে এক গুরুত্বপূর্ণ আবেদন করলেন বিহারের উপ মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। আজ বিহারের সমস্ত জনগণকে আসন্ন নির্বাচনে একজোট হয়ে এনডিএ (NDA) জোটকে সমর্থন করার আহ্বান জানান তিনি।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/9gh8vzhDLM1v3HU6Avpv.webp)
তিনি বলেন,''বিহারের সুশাসন ও সমৃদ্ধির জন্য, উন্নয়নের দ্রুত অগ্রগতি হওয়া উচিত। আমি বিহারের জনগণের কাছে আবেদন জানাচ্ছি যে ছপরা এবং বিহারের প্রত্যেক আসনে আপনারা এনডিএ (NDA)-কে জয়ী করুন। যাতে রাজ্যে ফের একবার এনডিএ (NDA) সরকার গঠন করতে পারে।"
উন্নয়ন ও সুশাসনের জন্য NDA-কে জয়ী করুন ! বিহারবাসীর কাছে বড় আবেদন করলেন সম্রাট চৌধুরী
কি আবেদন করলেন সম্রাট চৌধুরী ?
নিজস্ব সংবাদদাতা : রাজ্যের সামগ্রিক উন্নয়ন এবং সুশাসনকে নিশ্চিত করার লক্ষ্যে এবার বিহারের জনগণের কাছে এক গুরুত্বপূর্ণ আবেদন করলেন বিহারের উপ মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। আজ বিহারের সমস্ত জনগণকে আসন্ন নির্বাচনে একজোট হয়ে এনডিএ (NDA) জোটকে সমর্থন করার আহ্বান জানান তিনি।
তিনি বলেন,''বিহারের সুশাসন ও সমৃদ্ধির জন্য, উন্নয়নের দ্রুত অগ্রগতি হওয়া উচিত। আমি বিহারের জনগণের কাছে আবেদন জানাচ্ছি যে ছপরা এবং বিহারের প্রত্যেক আসনে আপনারা এনডিএ (NDA)-কে জয়ী করুন। যাতে রাজ্যে ফের একবার এনডিএ (NDA) সরকার গঠন করতে পারে।"